গাড়ি কেনার নাম করে,গাড়ি ছিনতাই করার চেষ্টা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৬ মে

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ ১৬ই মে ২০২২ইং  সোনামুড়া মহকুমা মাছি মা  কমিউনিটি হল সংলগ্ন  এলাকায়  আনোয়ার  হোসেনের ছেলে , আবুল  বসারের  

TRO1Y-1930 নম্বরে  গাড়ি টি বিক্রি  করা হবে,এই কথা  শুনে  ঐ এলাকার  কতিপয়  যুবক গাড়ি  ক্রয় করার মতলব নিয়ে আবুল  বসারের বাড়িতে   আসে।ঘটনা রবিবার  দুপুর  ১২ টার সময়  তার  নিজ বাড়িতে।প্রথমে গাড়ি টি ভালো  কিনা তা পরখ করে নেওয়া  হয়। তার  পর গাড়ি  ষ্ঠার্ট হয়  কিনা  দেখার জন‍্য চাবি  দেবার জন্য  বলেন। গাড়ীর দাম দর

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কত,তা না বলেই  হঠাৎ  গাড়ি  নিয়ে  চম্প দেবার চেষ্টা  করছিল  এবং  গাড়ি  চালিয়ে  যাওয়ার  সময়  খুবই  কষ্টে  গাড়ি টাকে আটকাতে গিয়ে  নিজের  জীবনের  ঝুঁকি  নিয়ে  গাড়ি টি আটক  করে বেশ আহত হতে হয়েছে মালিক  আবুল বসারকে।আবুর বসারের শরীরে চোট আঘাত  লেগেছে।বর্তমানে আবুল  বসার  সোনামুড়া হাসপাতালে  

চিকিৎসা ধীন।তারই সুযোগ গাড়ী ক্রয় করতে আসা যুবকগুলো পালিয়ে  গা ঢাকা দেয়,এই ঘটনাকে ঘিরেই  গোটা  এলাকায়  আতঙ্ক  ও চাঞ্চল্য  বিরাজ  করছে।  সোনামুড়া থানায়  একটি গাড়ি  ছিনতাই করা মামলা  রুজু  করা হয়েছে। পুলিশ  গোটা ঘটনা তদন্তে  নেমেছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu