সবুজ ত্রিপুরা
০৭ মে
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ বিষপান করে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূ ঘটনা বিশালগড় রামছরা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল ৪:৩০ মিনিট নাগাদ রামছড়া এলাকার গৃহবধূ প্রিয়াঙ্কা নম বাড়ির লোকের অনুপস্থিতিতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে, পরবর্তী সময়ে বাড়ির লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি গৃহবধূকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । গৃহবধূর অবস্থা খুবই
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
আশঙ্কাজনক হওয়ায় আগরতলা হাপানিয়া হসপিটালে রেফার করে। জানা যায় দীর্ঘদিন ধরে স্ত্রী প্রিয়াঙ্কা নম তার স্বামী জয়দেব নমকে সন্দেহ করে আর সেই সন্দেহ কে ঘিরে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ প্রিয়াঙ্কা নম। বর্তমানে গৃহবধূ প্রিয়াঙ্কা আগরতলা হাঁপানি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
0 মন্তব্যসমূহ