৫ এপ্রিল
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ কদমতলা কৃষি সমবায় সমিতির উদ্যোগে চুরাইবাড়িতে একটি ধুপকাঠির শলা তৈরির কারখানার উদ্বোধন হয়
সোমবার সকাল দশটায়। রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়ের হাত ধরে এই প্রথমবারের মতো নতুন ইন্ডাস্ট্রির পথচলা শুরু হলো। প্রথমে ফিতা কেটে ইন্ডাস্ট্রির উদ্বোধন করে শ্রীরায় বলেন আত্মনির্ভর ত্রিপুরার অঙ্গ হিসাবে এই
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কারখানায় একটি জ্বলন্ত উদাহরণ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়িত করতে আরো ব্যাপক অংশের যুবককে এগিয়ে আসারও আহ্বান জানান। তাছাড়া তিনি বলেন রাজ্য সরকারের ১৫ লক্ষ টাকার সাবসিটির মাধ্যমে এই লোন যে কোনো উদ্যোগি যুবক এর সুবিধা নিতে পারে। তাতে রাজ্য সরকার দায়িত্বের সাথে লোন দিতে পারবে।
এদিকে এই উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা বাম্বো মিশনের ডিরেক্টর এবং টিআইডিসি এর ডিরেক্টর সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণ রাখেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় ও কৃষি সমবায় সমিতির চেয়ারম্যান শুভাশীষ সেনগুপ্ত।
0 মন্তব্যসমূহ