পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক মেগা আইনী ক্যাম্প অনুষ্ঠিত-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা

৪ এপ্রিল 

সোমবার

কদমতলা  প্রতিনিধিঃ  রাষ্ট্রীয় আইন পরিষেবা উত্তর জেলা কমিটির পক্ষ থেকে আইন পরিষেবার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে 

এক মেগা আইনী ক্যাম্প অনুষ্ঠিত হয় ব্রজেন্দ্রনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে।উক্ত আইনী ক্যাম্পের প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার সেশন জজ সুভাশিষ শর্মা রায়, এছাড়া জেলার আইন পরিষেবার উত্তর জেলার অতিরিক্ত সেশন জজ যোগিন্দ্র পাল, সহকারি সেশন জজ ও সিভিল জজ সৌরভ সাহা, সিভিল জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুরভি শেখর 


এবং ধর্মনগর বার এসোসিয়েশনের সদস্য পার্থ প্রতিম নাথ প্রমূখ আইনি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই মেগা আইনী ক্যাম্পের মূল উদ্দেশ্য গ্ৰামীন সাধারণ মানুষ যারা নিজেদের বিভিন্ন প্রয়োজনীয় নথি (আঁধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পিআরটিসি ইত্যাদি) বানাতে পারেন নি তাদের তৎখনাৎ ঐসব নথি তৈরি করে দেওয়া হচ্ছে। তাছাড়াও সমাজের বিভিন্ন অভক্ষয়, পারিবারিক কলহের বিবাদ, মানসিক ভারসাম্যহীন, জায়গা সংক্রান্ত বিবাদ সহ বিভিন্ন আইনী জটিলতার 

উপর সাহায্য ও দীর্ঘ আলোচনা করেন আইন বিশেষজ্ঞরা। এছাড়াও উপস্থিত প্রায় কুড়ি জন বিভিন্ন বিকলাঙ্গদের মধ্যে হুইল চেয়ার, রিক্সা,কানের মেশিন ইত্যাদি প্রদান করা হয়।এই আইনী কাম্প মেলার রূপ ধারন করে। সেখানে সরকারি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ স্টল রয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে লোকজনদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu