এক দিবসিয় সচেতনতা মুলক শিবির-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০৪ মার্চ
শুক্রবার
পানিসাগর প্রতিনিধিঃ পানিসাগর ব্লক প্রোজেক্ট কো-অর্ডিনেটর, সমগ্র শিক্ষার উদ্দ্যোগে সক্ষম এিপুরা গড়ার লক্ষ্যে উওর জেলার পানিসাগর মহকুমার 

অন্তর্গত জ্বলাবাসা দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ছাএ,শিক্ষক,অভিবাবক, সমাজ সেবি এবং সক্ষম এিপুরায় দায়িত্ব প্রাপ্ত অফিসিয়াল দের নিয়ে এক দিবসিয় সচেতনতা মুলক শিবির।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর পন্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত লক্ষিকান্ত দাস মহাশয়।সভাপতিত্ব করেন জ্বলাবাসা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের 

প্রধান শিক্ষক শ্রীযুক্ত দিপক বিল মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জ্বলাবাসা দ্বাদশমান বিদ্যালয়ের এস,এম,সি,কমিটির ভাইস চেয়ারম্যান শ্রীমতি মিএা নাথ মহাশয়া,জ্বলাবাসা গ্রাম পন্চায়েতের সদস্যা শ্রীমতি রিতা নাথ মহাশয়া,সন্মানিত অতিথি রাজ্যপাল পুরস্কারে ভূষিত শিক্ষক শ্রীযুক্ত কাজল কান্তি দাস মহাশয়,আয়োজক হিসেবে উপস্হিত ছিলেন ব্লক প্রোজেক্ট কো-অর্ডিনেটর তথা বিদ্যালয় পরিদর্শক শ্রীযুক্ত সুজিত রুদ্র পাল মহাশয়,জেলা ভিওিক রিসোর্স পার্সন তথা চন্দ্রপুর সরকারি স্কুলের শিক্ষক শ্রীযুক্ত অভিজিত চৌধুরী মহাশয়,ব্লক রিসোর্স পার্সন শ্রীমতি ঝুমা রানি নাথ সহ বিশিষ্ট এডুকেটর প্রসেনজিৎ সাহা,সুস্মিতা দপব্বর্মা এবং নিবেদিতা ভৌমিক মহাশয়েরা।
মন্চে উপস্থিত সন্মানিত অতিথিরা সক্ষম এিপুরা গড়ার লক্ষ্যে বিষদে আলোচনা রাখেন।এতে সমাজের সকল অংশের ছাএ যুবকদের থেকে শুরু করে অগনিত জনগনের সেচ্ছায় অংশগ্রহণের আহবান জানানো হয়।এই ধরনের অভিনব অনুষ্ঠান কে কেন্দ্র করে গোটা মহকুমা জোরে শিক্ষানুরাগি মহলে উৎসাহের বাতাবরন  পরিলক্ষিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu