পাথারকা‌ন্দির রাতাবা‌ড়িতে ওয়াগনার গা‌ড়ি দুর্ঘটনায় আহত পাচ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ মার্চ

সোমবার

কদমতলা প্রতিনিধিঃ শ‌নিবার হো‌লির বিকা‌লে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চালক সহ পাচ ব‌্যক্তি আহত হ‌য়ে বর্তমা‌নে চি‌কিৎসা‌ধিন।

ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে (আসামের) পাথারকা‌ন্দিরাতাবা‌ড়ি পুর্ত সড়‌কের নারাইনপুর এলাকায়।এ‌দিন বি‌কেল চারটে নাগাদ পাথারকা‌ন্দি এলাকার চার যুবক বি‌শেষ কাজ শেষ AS10E - 9967 নম্ব‌রের এক‌টি ওয়াগনার গাড়ী‌তে ক‌রে বা‌ড়ি ফির‌ছি‌লেন।তা‌দের গা‌ড়ি‌টি নারাইনপুর এলাকায় পৌছার পু‌র্বেই হঠাৎ ক‌রে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের লাগোয়া এক‌টি কালভা‌র্টের পা‌শে পা‌ল্টি খে‌য়ে গ‌ড়ি‌য়ে প‌ড়ে।

এ‌তে গা‌ড়ি‌তে থাকা সবাই আহত হন।তা‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন শ‌্যামল সিনহা ৪৫ বা‌ড়ি নারাইনপুর।রাজু শব্দকর ৩৩ বা‌ড়ি দোহা‌লিয়া।ম‌নোজ সিনহা ৩০ বা‌ড়ি সিঙ্গা‌রি।ভজন মালাকার ৩০ বা‌ড়ি নারাইনপুর 
ও সমর সিনহা ৩২ বা‌ড়ি সিঙ্গা‌রি।প‌রে স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে পাথারকা‌ন্দি প্রাথ‌মিক স্বাস্থ‌্য কে‌ন্দ্রে পাঠিয়ে দেন ।এ‌দের প্রথম দুজ‌নের অবস্থা সংকটনক হওয়া‌তে তা‌দের‌কে ক‌রিমগঞ্জ অসাম‌রিক হাসপাতা‌লে প্রেরণ করা হয়।দুর্ঘটনার পর তদ‌ন্তে নে‌মে দুর্ঘটনাগ্রস্থ গা‌ড়ি‌টি‌কে নি‌জে‌দের হেফাজ‌তে নি‌য়ে‌ছে পাথারকা‌ন্দি পু‌লিশ। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu