এতে গাড়িতে থাকা সবাই আহত হন।তাদের মধ্যে রয়েছেন শ্যামল সিনহা ৪৫ বাড়ি নারাইনপুর।রাজু শব্দকর ৩৩ বাড়ি দোহালিয়া।মনোজ সিনহা ৩০ বাড়ি সিঙ্গারি।ভজন মালাকার ৩০ বাড়ি নারাইনপুর
ও সমর সিনহা ৩২ বাড়ি সিঙ্গারি।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন ।এদের প্রথম দুজনের অবস্থা সংকটনক হওয়াতে তাদেরকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।দুর্ঘটনার পর তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পাথারকান্দি পুলিশ।
0 মন্তব্যসমূহ