ভারতীয় মজদুর সংঘের দ্বিতীয়  ত্রি বার্ষিকী সল্মেলন অনুষ্ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ মার্চ

সোমবার

বিশালগড় প্রতিনিধিঃ ভারতীয় মজদুর সংঘের সিপাহীজলা জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়।   

অফিস টিলা টাউন হল ঘরে ২য় ত্রি বার্ষিকী সল্মেলন  অনুষ্ঠিত হয়।মঙ্গল দ্বীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই সল্মেলনে শুভ সূচনা করেন কেদ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এছারা উপস্থীত ছিলেন ভারতীয় মজদোর সংঘের ত্রিপুরা প্রদেশ সভাপতি শঙ্কর দেব।সিপাহীজলা জেলা উত্তর অংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ আরো অনান্নরা।আলচনা করতে গিয়ে বক্তারা বলেন ভারতীয় মজদোর সংঘ শ্রমিকদের স্বার্থে কাজ করে যাচ্ছে।প্রত্যেক ভারতীয় মজদোর 

সংঘের কর্মিদের মধ্যে আত্মনির্ভর করে কাজ করতে হবে।দেশও রাজ্যের স্বার্থে কাজ করতে হলে  নিষ্ঠাবান আর্দশবান কার্যকর্তার প্রয়োজন।ভূল ট্রুটি দুরকরে কাজ করতে হবে। আত্মত্যাগের মানষিকতা নিয়ে কাজ করতে হবে তাহলেই দেশও রাজ্যের বিকাশ হবে। 
বক্তারা আলোচনার মাধ্যমেই  শেষ হয়  অনুষ্ঠানের প্রথম পর্ব।  পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ে  অনুষ্ঠানে শুরু হয় মজদুর সংঘের কমিটি গঠন  নিয়ে  আলোচনা করা হয়। সিপাহী জলা জেলা ভিত্তিক  মজদুর সংঘের দ্বিতীয় ত্রি বার্ষিকী সম্মেলনে  ৩৫ জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এদের মধ্যে চারজন সভাপতি চারজন সম্পাদক এবং একজন কোষাধক্ষ্য হিসাবের নব নিযুক্ত করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu