গাজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পায় মধুপুর থানার পুলিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২২ জানুয়ারি
শনিবার
বিশালগড়  প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে গাজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পায় মধুপুর থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কমলাসাগর বিধানসভার অন্তর্গত কমলাসাগর চা বাগান কমলাসাগর মেরা টিলা   সহ আশপাশ এলাকার মোট ৯০ কানি জমির উপর বিস্তৃত বেশ 

কয়েকটি  বাগানের ১ লক্ষ ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিনের এই অভিযানে ছিল ১ম ব্যাটেলিয়ান টি.এস.আর, বিএসএফ এর কামথানা বিওপি, কোনাবন বিওপি, কমলাসাগর বিওপি এবং বিশালগড় বনদপ্তর এর কর্মীরা। 
এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন মধুপুর থানার ওসি তাপস দাস। যদিও এই গাজা বাগান গুলোর সঙ্গে যুক্ত কোন নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu