কয়েকটি বাগানের ১ লক্ষ ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিনের এই অভিযানে ছিল ১ম ব্যাটেলিয়ান টি.এস.আর, বিএসএফ এর কামথানা বিওপি, কোনাবন বিওপি, কমলাসাগর বিওপি এবং বিশালগড় বনদপ্তর এর কর্মীরা।
এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন মধুপুর থানার ওসি তাপস দাস। যদিও এই গাজা বাগান গুলোর সঙ্গে যুক্ত কোন নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ।
0 মন্তব্যসমূহ