আগামী দুই বছরের জন্য পুনরায় শাসক দলের দখলে গেল বিশালগড় বার এসোসিয়েশন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৮ ডিসেম্বর
শানিবার

বিশালগড় 
প্রতিনিধিঃ বৃহস্পতিবার রিটার্নিং অফিসার সজল কান্তি সিনহা বিনা প্রতিদ্বন্দিতায় শাসক দল সমর্থিত প্যানেলকে জয়ী বলে ঘোষণা করেন।বুধবার দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত নমিনেশন দাখিল করার শেষ সময় ছিল।

পূর্বনির্ধারিত এই সময়ের মধ্যে শাসক দল সমর্থিত ১১ জন প্রার্থী নমিনেশন জমা করলেও বিরোধীপক্ষের তরফে কেউ নমিনেশন জমা করেনি।ফলে বিনা প্রতিদ্বন্দিতায় শাসক দল সমর্থিত প্যানেলকে জয়ী বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।আগামী দুই বছরের জন্য বিশালগড় বার এসোসিয়েশনের সভাপতি রিপন সরকার, সহ-সভাপতি

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মহেশ্বর সিনহা, সম্পাদক সুমন ভৌমিক, সহ-সম্পাদক মনোজ কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ বিশু দেববর্মা, এক্সিকিউটিভ মেম্বার হিসাবে জাকির হোসেন, পল্লব হোসেন, সুমিতা রায়, লিপিকা দে, রাজীব রায়,ও রাজীব প্রসাদ দাস নির্বাচিত হন।ত্রিপুরা প্রদেশ বিজেপির ল এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্টেট কনভেনার বিশ্বজিৎ দেব সাংবাদিক সম্মেলনে বিশালগড় বারের জয়ী প্রত্যেকটি

সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাশাপাশি বিশালগড় বার এসোসিয়েশনের নির্বাচনে বিরোধীদেরও অংশগ্রহণ করা উচিত ছিল বলে মত প্রাকাশ করেন।আগামী দিনে বিশালগড় বারের এই নবনির্বাচিত সদস্যরা আগের তুলনায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu