চাঁনমারি অঙগনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস-Sabuj Tripura


 

সবুজ ত্রিপুরা 
১৭ নভেম্বর
বুধবার


নিজেস্ব প্রতিনিধিঃ পশ্চিম জেলার আওতাধীন গাহ্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গত ১৫ নভেম্বর চাঁনমারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মোট 

১৭ জন গর্ভবতী মা ও শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এমপিডব্লিও শিল্পী দাস শিশুদেরকে সঠিক সময়ে টিকাকরণের গুরুত, প্রাতিষ্ঠানিক প্রসব, গর্ভবতী মায়েদের কমপক্ষে চারটি এএনসি চেকআপ নিশ্চিত 

                    হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন



করা, জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম প্রকল্প ও আয়ম্মান ভারত প্রকল্পের সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেন কমিউনিটি হেলথ অফিসার রত্বা দেব।তাছাড়া কোভিড -১৯ সংক্রমণ,ম্যালেরিয়া,ডায়রিয়া,যক্ষারোগ ও কুষ্ঠ রোগ 
প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন । অনুষ্ঠান শেষে উপস্থিত ও রোগ পি খাবার প্রদান করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu