যথাযোগ্য মর্যাদায় গুরুনানকের ৫৫২তম জন্মবার্ষিকী উদযাপিত-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা 

২০ নভেম্বর
শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ মানব সেবাই জীবনের সবচাইতে বড় ধর্ম আপনার কাছে যদি একটিও রুটি থাকে তবে সেটা ভাগ করে নেবেন। শিখ ধর্মের প্রবর্তক গুরুনানক দেব মানব 

জাতিকে মানবতার পাঠ দিয়েছিলেন। সেই সময় থেকে আজও গুরুনানকের নীতি, আদর্শ সমান প্রাসঙ্গিক। মানবতার আদর্শ শিক্ষক তথা শিখ ধর্মের প্রথম গুরু গুরুনানক দেবের ৫৫২ তম জন্বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র 

                  হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 


শতবার্ষিকী ভবনে নীতি দেব আরও বলেন, আমাদের সর্বময় কর্তা একজনই। যেটা গুরুনানক শিখিয়েছিলেন। গুরুদের নীতি ও আদর্শ মেনে চলতে যুব সমাজের উদ্দেশ্যে আহান রাখেন তিনি। এর পাশাপাশি শিখদের ধর্মগুরু গুরুনানকের জন্মদিন পালনের উদ্যোগ নেওয়ার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ ধন্যবাদ জানান শ্রীমতি নীতি দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত ভাষণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে গোয়েল গুরুনানক দেবের স্মৃতিচারণ করেন। তিনি বলেন,গুরুনানক বলেছিলেন ঈশ্বর এক। আমরা একই ঈশ্বরের সন্তান। তাই গুরুনানকের নীতি ও আদর্শ আগে যেমন প্রাসঙ্গিক ছিলো তা এখনও রয়েছে। অনুষ্ঠানে বিশেষ বক্তার ভাষণে চানমারিস্থিত গুরুদোয়ারার প্রধান জার্নেইল সিং শিখদের ধমীয় গুরু গুরুনানকের নীতি ও আদর্শের 
কথা ফের একবার মনে করিয়ে দেন। তিনি গুরুর নির্দেশিত পথে এগিয়ে চলার বার্তা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুভাষ দেব। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, কর্ণেল ভি রবিশঙ্কর এবং কর্ণেল রোহিত গুপ্তা।এদিন অনুষ্ঠানের শুরুতে শিখ ধর্মের গুরু গুরুনানকের প্রতিকৃতিতে পুন্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সমাজসেবী নীতি দেব সহ অন্যান্য অতিথিগণ। এরপর গুরুবাণী পাঠ করেন সতনাম সিং, দলজিৎ সিং এবং পরগত সিং।অনুষ্ঠানে প্রচুর সংখ্যায় অংশ নেন শিখ ধর্মাবলম্বী অংশের মানুষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে গুরুনানকের জন্মভূমি থেকে আনা বৃক্ষ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu