পদ্মবিল ব্লকে এমজিএন রেগায় ড্রাগন ফল চাষে সহায়তা-Sabuj Tripura


  সবুজ ত্রিপুরা 

২০ নভেম্বর
শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ খোয়াই মহকুমার পদ্মবিল ব্লকে চলতি অর্থবছরে এমজিএন রেগায় ১৪ জন জনজাতি সুবিধাভোগীকে ড্রাগন ফল চাষে সহায়তা দেওয়া হয়েছে৷

এতে ব্লকের ২৮ হেক্টর জমি ড্রাগন ফল চাষের আওতায় এসেছে। ব্লকের উত্তর পদ্মবিল ভিলেজের ৭ জন, দক্ষিণ পদ্মবিল ভিলেজের ৬ জন ও উপেন্দ্রনগর এডিসি ভিলেজের 

                        হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

১ জন সুবিধাভোগী এই কর্মসূচিতে উপকৃত হয়েছেন। এজন্য ব্যয় হয়েছে ১১ লক্ষ ২২ হাজার টাকা। পদ্মবিন কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu