নিজেস্ব প্রতিনিধিঃধলাই জেলার অধীন মনু সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত লম্বাবিল উচ্চতর বিদ্যালয়ে গত ১৯ নভেম্বর শিশু সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ৩৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। তাতে মনু সামাজিক স্বাস্থ্যকেন্দরের স্বাস্থ্কর্মীরা বয়ঃসন্ধিকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীরা যাতে সামাজিক
যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, অনলাইন গেইমের প্রতি আসক্তি সহ নানা ধরনের অপরাধ প্রবণতায় জড়িয়ে না পড়ে সেজন্য এই সমস্ত থেকে ছাত্র-ছাত্রীদের দুরে থাকতে পরামর্শ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে মনু সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের এডুলোসেন্ট কাউন্সিলর দীপতনু সরকার, স্বাস্থ্যকর্মী বিশ্বজিৎ দাস ও আশাকমী শিল্পী দেববর্মা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের শেষে আলোচ্য বিষয়ের উপর ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যুইজ করা হয় এবং সঠিক উত্তরদাতেদের পুরস্কৃত করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ