সবুজ ত্রিপুরা
১ আগস্ট
রবিবার
উদয়পুর প্রতিনিধিঃ কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে যাওয়া আসামীকে অবশেষে ধরতে সক্ষম হল রাধাকিশোরপুর থানার পুলিশ। শনিবার গভীর রাতে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা
সোনামুড়া মহকুমা ধীন রহিমপুর থেকে আটক করলো উদয়পুরের রাধাকিশোরপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার উদয়পুর জেলা কারাগারে করোনা পরীক্ষা করা হলে ১৬ জন কয়েদি
সহ ২ জন নিরাপত্তা কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে। যার ফলে সঙ্গে সঙ্গে ১৬ জন কয়েদীকে উদয়পুর গোকুলপুর কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসা হলে বৃহস্পতিবার রাতে নিরাপত্তা কর্মীদের
চোখে ধুলো দিয়ে গকুলপুর কোভিড কেয়ার সেন্টার থেকে পিন্টু দাস নামে জনৈক কয়েদী পালিয়ে যায়। এরপর গত দুদিন ধরে অনেক তল্লাশির চালানোর পর অবশেষে শনিবার গভীর রাতে রহিমপুর
সীমান্তবর্তী এলাকা থেকে পিন্টু দাস নামে জনৈক কয়েদীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাধাকিশোরপুর থানার পুলিশ। রাধাকিশোরপুর থানার পুলিশের এই সাফল্যে খুশি সাধারণ মানুষ।
0 মন্তব্যসমূহ