তিপ্রা মথার কর্মীদের আচরণে মুঙ্গিয়া কামী ব্লকের চেয়ারম্যান পারছেন না অফিসমুখী হতে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৮ মে
শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- সদ্য হয়ে যাওয়া এডিসি ভোটের ফলাফল প্রকাশের পর থেকে মুঙ্গিয়াকামী ব্লক অচল অবস্থায় চলছে। তিপ্রা মথা দলের কর্মীদের আচরণে মুঙ্গিয়া কামী ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অফিসমুখী হতে পারছেন না বলে অভিযোগ। দীর্ঘ প্রায় ২৭ থেকে ২৮ দিন ধরে এই অচল অবস্থা চলছে। 


মুঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা জানান তিপ্রা মথা দলের কর্মীরা বিভিন্ন ভাবে এই ব্লকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে হুমকি দিচ্ছে অফিসের না যাওয়ার জন্য। যার ফলে ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অফিসে যাচ্ছেন না ভয়ে। রাজ্যের উন্নয়নের স্বার্থে সবাই মিলে মিশে কাজ করার আহ্বান জানান ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা। 

তিপ্রা মথা দলের কর্মীরা ব্লকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কক্ষ তালা দিয়েছিল। পরে পুলিশ দিয়ে তালা ভাঙ্গানো হয়। ব্লকের নিরাপত্তার ব্যবস্থা ও করা হয়েছে এবং রাজ্য প্রশাসনের নজরেও নেওয়া হয়েছে বিষয়টি। তবে মুঙ্গিয়া কামী ব্লকে গিয়ে দেখা গেল ভাইস চেয়ারম্যানের কক্ষ তালা বন্ধ অবস্থায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu