সবুজ ত্রিপুরা
১০ মে
সোমবার
পানিসাগর প্রতিনিধি:- শনিবার সকাল এগারোটা চল্লিশ মিনিট নাগাদ পানিসাগর নগর পঞ্চায়েতের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের শুভ দ্বারোদঘাটন পর্ব অনুষ্ঠিত হয়। রাজ্যের ডায়নামিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের হাত ধরে শুভ দ্ধরোদঘাটন পর্ব সম্পন্ন হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধক্ষ্য বিশ্ববন্ধু সেন, পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাস, উওর জেলার সভাধিপতি ভবতোষ দাস মহাশয় সহ অন্যান্য আধিকারিক বৃন্ধ। শুভ দ্বারোদঘাটন অনুষ্টান পুর্বে পানিসাগর আরসিপিই ইনডোর স্টেডিয়ামের অস্থায়ী কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসারত কোভিড আক্রান্তদের সাথে কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী।
সেখান থেকে সোজা চলেযান পানিসাগর নগর পঞ্চায়েত নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন অনুষ্টানে। পানিসাগর মহকুমা প্রশাসনের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখেই মহকুমার সংবাদ মাধ্যমের কর্মীরা মহকুমা প্রশাসন তথা রাজ্য প্রশাসনের অগ্রগতি কাজে হাত মিলিয়ে কাজটি সম্পন্ন হয় ।
0 মন্তব্যসমূহ