বক্সনগর প্রতিনিধি:- সোমবার বেলা আনুমানিক ১২ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় সিপিআইএম সমর্থীত কর্মী নরেন্দ্র দাসের বাসভবনে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি শান্তির বাজারে প্রবেশের পথে লোকজনদের ক্ষোভে মুখে পড়েন।
সকলে হাতে কালো পতাকা নিয়ে গো বেক স্লোগান দিতে থাকেন। মানিক সরকার কোনো মতে নরেন্দ্র দাসের বাসভবনে প্রবেশ করেন। পরবর্তী সময় শান্তির বাজারে অসংখ্য লোকজনের উপস্থিতি হবার ফলে অন্যান্য সিপিআইএম কর্মীদের বাসভবনে যাবার সিদান্ত বাতিল করলেন মানিক সরকার।
এই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌঁধুরী, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা। অবশেষে নরেন্দ্র দাসের বাড়ী থেকে আগরতলা যাবার উদ্দ্যেশ্যে পথে লোকজনরা আচমকা আক্রমন শুরু করে সিপিআইএম নেতৃত্ববৃন্দের উপর।
সকলকে উদ্দ্যেশ্য করে ছুঁড়া হয় ডিম, ঝাঁড়ু, জোতা সহ অন্যান্য সামগ্রী।এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র শান্তির বাজার জুরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ