খোয়াই প্রতিনিধি:- আমি সদ ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তার জন্য কেউ দায়ী নয় আমাকে কেউ খোঁজার চেষ্টা করবেন না, এমন লেখা লিখে দরজায় টাঙ্গিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয় নয়ন দেবনাথ নামে ১২ বছরের এক শিশু।
ঘটনা খোয়াই থানার অন্তর্গত তবলা বাড়ি গ্রামের, বিবরণে জানা যায় নয়নের বাবা খোকন দেবনাথ কিছুদিন আগে অন্য আরেকটি বিয়ে করে খোয়াই শহরের বাইরে অন্যত্র এলাকায় বসবাস করছেন।
নয়নের মা অঞ্জনা দেবনাথ বিপাকে পড়ে যান, সংসার চালানো নয়নের মার জন্য খুবই কষ্টকর হয়ে যায়, ইট ভাঙ্গার কাজ করে সংসার চালাতেন নয়নের মা অঞ্জনা দেবনাথ। রোজ দিনের মতোই নয়নের মা অঞ্জনা দেবনাথ নয়নকে বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান।
কাজ থেকে ফিরে এসে নয়নকে আর বাড়িতে পাননি পেয়েছেন নয়নের লেখা একটি কাগজ, কাগজের লেখা দেখে হতভঙ্গ হয়ে পড়েন নয়নের মা এবার প্রশ্ন বাড়িতে ১০ জন লোক থাকা সত্ত্বেও কি করে একটি শিশু বাড়ি থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে নয়নের মা খোয়াই থানায় নয়নের নামে মিসিং রিপোর্ট করেন।
0 মন্তব্যসমূহ