০১ অক্টোবর ২০২০
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ উত্তরপ্রদেশ রাজ্যে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হলো তেলিয়ামুড়া ব্লক এন এস ইউ আই সংগঠনের কর্মীরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তেলিয়ামুড়া ব্লক এন এস ইউ আই সংগঠনের কর্মীরা মোমবাতি জ্বালিয়ে হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করে।
এই মিছিল তেলিয়ামুড়া এক্সচেঞ্জ চৌমুনী থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনীতে এসে শেষ হয়। পরে অম্পি চৌমুহনীতে এন এস ইউ আই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ রাজ্যে এক নাবালিকা ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যের কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা সরব হয়েছে। মূলত দলীয় সংগঠনের কর্মীরা রাজনীতির জমি খুঁজে পাওয়ার জন্য মরিয়া ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ