সবুজ ত্রিপুরা
২৩ জুলাই ২০২০
বৃহস্পতিবার
বিশেষ প্রতিনিধিঃ এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিনা অনুমতিতে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজারে সিপিআইএম দলের মিছিল সংঘটিত হয় আজ।
উক্ত ঘটনার খবর পেয়ে আনন্দবাজার থানার ইনচার্জ শ্যামাপ্রসাদ দাস সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সিপিআইএম দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলেন এবং তার পরে তাদেরকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে আনন্দবাজার থানায় নিয়ে আসা হয়।
তাছাড়া বলা যায় যেখানে সরকারিভাবে নির্দেশিকা জারি রয়েছে যে এই করোনা মহামারির মধ্যে কোন ধরনের রাজনৈতিক মিছিল সংঘটিত করা যাবে না। তার মধ্যেই পুলিশকে ফাঁকি দিয়ে কাঞ্চনপুর মহকুমা স্থিত সিপিআইএম দলের নেতাকর্মীরা কিভাবে মিছিল সংঘটিত করেন।
0 মন্তব্যসমূহ