সবুজ ত্রিপুরা
১৯ জুন, ২০২০
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ শুক্রবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে বর্তমান করোণা মহামারী সময়ে ত্রিপুরা স্টেইট এনএসএস সেলের উদ্যোগে খোয়াই জেলার সব বিদ্যালয়ে মাক্স, গ্লাভস, সেনিটাইজার, এনএসএস জ্যাকেট প্রদান করা হলো সামাজিক দূরত্ব বজায় রেখে, এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়
এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা নীতিন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান রূপক সরকার, ত্রিপুরা স্টেইট ওপেন এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর, স্টেইট এনএসএস সেল প্রোগ্রাম অফিসার চিত্তজিত ভৌমিক, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মিহির দেবনাথ সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে চিত্তজিত ভৌমিক নিজ প্রতি ক্রিয়ায় বলেন যে করোণার বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। দিনে কিছুক্ষণ পরপর হাত ধুতে হবে এবং সেনিটাইজার ব্যবহার করতে হবে তাছাড়া মুখে মাক্স অবশ্যই ব্যবহার করতে হবে। যাতে করে করোণার বিরুদ্ধে আমরা নিজে সুস্থ থেকে যুদ্ধ করতে পারি। এই অনুষ্ঠান থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটাও সবার কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে বলে ছাত্র ছাত্রীদের তা আহ্বান রাখেন বিধায়িকা কল্যাণী রায়।
0 মন্তব্যসমূহ