আইপিএফটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রাণ বণ্টন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৫জুন, ২০২০
সোমবার 

তেলিয়ামুড়া প্রতিনিধি: সোমবার আইপিএফটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া  বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেন বন মন্ত্রী মেভার কুমার জমাতিয়া সঙ্গে ছিলেন আইপিএফটি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্যান্য সদস্যরা। এইদিন মুঙ্গিয়াকামি ব্লকের তুইথামপুই, তেলিয়ামুড়া ব্লকের রাংখল পাড়া, মোহর পাড়া এলাকার জনজাতি অংশের মানুষজনের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। 

কডাউনের ফলে কর্মহীন খাদ্য হীন সাধারণ মানুষের পাশে থাকতে পেরে নিজেকে অত্যন্ত খুশি বলে দাবি করেন।এব্যাপারে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান যে আগামী দিনেও গোটা রাজ্যের সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu