ধর্মনগর আরক্ষা বাহিনীর হাতে ধরাপরলো কুখ্যাত চোর - Sabuj Tripura News
ধর্মনগর প্রতিনিধি: বেশকিছু দিন যাবত ধর্মনগরের বিভিন্ন জায়গায় নিশিকুটম্বের হাত সাফাইয়ের কাজ চলছে। এমনকি বিগত কিছু দিন পূর্বে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়ির ঢিলছুড়া দূরত্বের ধর্মনগর সেন্ট্রাল রোডের কালীমন্দিরেও থাবা বসিয়ে ছিল চোরের দল। এবার বহু কৌশলে গোয়েন্দা পুলিশের হাতে এলো এক কুখ্যাত চোর। তার নাম বিপ্লব দাস। বাড়ি ধর্মনগরের মন্ডপ পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে বর্তমানে সে পুলিশ রিমান্ডে রয়েছে। তার কাছ থেকে মিলেছে চুরি হওয়া বেশ কিছু জিনিস । পুলিশের জেরায় বেরিয়ে আশে সে ধর্মনগর শ্মশান কালীমন্দিরে পেছনে একটি বাড়িতে বেশ কিছু চুরির জিনিস বিক্রি করেছিল। তাকে সেখানে নিয়ে গিয়ে পুলিশ সোমবার সকালে চুরি হওয়া কিছু দ্রব্যাদি উদ্ধার করে ।তার সাথে আরো অনেকেই জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারনা । বাকিদের জালে তুলতে চলছে পুলিশি অভিযান ।
কোন মন্তব্য নেই