জনগণের মধ্যে বিনামূল্যে শাকসবজি বিতরণ - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
১০জুন, ২০২০
বুধবার

পানিসাগর প্রতিনিধি:
 আজ সকাল আনুমানিক আটটা নাগাদ পানিসাগরের শুভবুদ্ধি সম্পন্ন কয়েকজন সমাজসেবীর উদ্দ্যোগে করোনা আতঙ্কের  জেরে কর্মহীন ও সমাজের পিছিয়ে পড়া অংশের জনগনের মধ্যে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হয়। উক্ত সবজি বাজারটি অনুষ্ঠিত হয় পানিসাগর বাজার এলাকার কো-অপারেটিভ ব্যাংকের সন্নিকটে। বর্তমানে গোটা দেশ জুরে একযোগে পালিত হচ্ছে পঞ্চম পর্যায়ের লকডাউন তথা আনলক ওয়ান। করোনা আতঙ্কের  প্রকোপে পরে দীর্ঘদিন গৃহবন্দি গরিব এবং অসহায় পরিবার গুলির আজ করুন অবস্থা। এর থেকে বাদ যায়নি মধ্যবিও অংশের জনগনও। এমত অবস্থায় সেই সকল জনগনের পাশে দাঁড়িয়েছে পানিসাগরের বিশিষ্ট সমাজসেবীরা।


আরও পড়ুনঃ শহীদ বিজয় দেববর্মার পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর

আজসকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারনে প্রথম দিকে কিছুটা বিঘ্নিত হলেও পরবর্তীতে বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্টানটি সম্পন্ন হয়।এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেব, স্বপন সরকার,মিলন নাথ,অনুপ কুমার দে,চৈতন্য দাস সহ প্রমুখকরা। উক্ত  সবজি বাজারে মোট ১০০ জন মহিলা এবং পুরুষের মধ্যে সবজি বিতরণ করা হয়। সবজি সম্ভারে ছিল পিয়াজ,আলু,বেগুন,বাঁধাকপি,মিষ্টি কুমড়া,মরিচ এবং বিভিন্ন প্রজাতির শাখ।উদ্দ্যোক্তা দের পক্ষথেকে আরও জানানো হয় যে আগামী দিন গুলোতে পানিসাগর লাগোয়া বাজার গুলিতেও এই ধরনের বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে সবজি বিতরণের পাশাপাশি বিনামূল্যে মাক্স ও বিতরণ করা হয়। আজকের এই ধরনের শুভ প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগন।
ছবিঃ রমাকান্ত দেবনাথ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu