বিপুল পরিমাণ দেশী মদ বিনষ্ট করলো উত্তর ত্রিপুরা পুলিশ - Sabuj Tripura News
সবুজ ত্রিপুরা
২০ জুন, ২০২০
শানিবার
চুড়াইবাড়ি প্রতিনিধিঃ নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর পরিমাণ দেশী মদ বিনষ্ট করলো উত্তর ত্রিপুরা পুলিশ। দীর্ঘদিন থেকে পুলিশের কাছে খবর ছিল কদমতলা এলাকার চা বাগান এলাকাগুলিতে বাংলা মদ তৈরি করে আসছিল স্থানীয় নেশা কারবারিরা। আর কদমতলা এলাকার বাগান গুলোতে অবৈধ ভাবে তৈরি হওয়া দেশি মদ ধর্মনগর মহাকুমারের বিভিন্ন জায়গায় সাপ্লাই হত।
উত্তর ত্রিপুরা পুলিশের কাছে বহুদিন থেকে দেশি বাংলা মদের রমরমা ব্যবসার এই খবর ছিল। তাই আজ কদমতলা থানার ওসি ও সেকেন্ড অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাঙাল জুম, ছয় দ্রোন ও সরলা চা বাগান এলাকার বস্তি বাড়ি ঘরে হানা দেয়। বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে প্রায় ৭ - ৮ শ লিটার দেশী মদ এবং মদ তৈরীর সামগ্রী বিনষ্ট করেন। আগামীতেও তাদের এধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানায় কদমতলা থানার পুলিশ।
কোন মন্তব্য নেই