বক্সনগর ব্লকের বিভিন্ন সীমান্ত সফরে বিধায়ক সহ প্রতিনিধি দল- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১১জুন, ২০২০
বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি: সীমান্তের অসামপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশনুসারে সিপাহীজলা জেলার যে সমস্ত অসমাপ্ত জায়গায় বেড়া কাজ দ্রুত শেষ করতে চলতি বছরে ১৩মে বক্সনগর কলসীমুড়া সীমান্ত সফরে জেলা শাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছিলেন। গত ৯ জুন আবার পুনরায় ত্রিপুরা বিধান সভার সদস্য সুভাস চন্দ্র দাস এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বক্সনগর ব্লকে আসেন পরে কলসীমুড়া রহিমপুর সীমান্তে যান প্রতিনিধি দলটি এবং যাদের বাড়ী তারকাটার ভিতরে পরেছে জায়গার সমমূল্য হারে ছয়জন কে চেক প্রধান করেন বিধায়ক।



রহিমপুরে একটি মসজিদের ভিতর দিয়ে বেড়ার কাজ হয় মসজিদ যাতে না ভাঙ্ঘা হয় সেই বিষয়ে খোজ খবর নেন তারা।সিপাহীজলা জেলা এখনো ৮.৮ কিলো মিটার বেড়া হয়নি এই ফাঁকা জায়গা বেড়ার কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন সংশ্লিষ্ট এন বিবিসি কোম্পানির টিকেদার কে।প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুভাস চন্দ্র দাস ত্রিপুরা ওয়াকর্ক বোডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ৯৮ নং ব্যাটালিয়ান বি এস এফ কমান্ডো সি কে কাটিয়ার, সিপাহীজলা জেলা শাসক সি কে জামাতিয়া সোনামুড়া মহকুমা শাসক সুব্রত মজুমদার, জেলার বিশিষ্ট সমাজ সেবক দেবব্রত ভট্টাচার্য ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ জেলার অতিরিক্ত জেলা শাসক উদয়ন সিনহা, বক্সনগর বিডিও ক্রিতি শেখর রায় সহ প্রতিনিধি দল ও পাঞ্চায়েত প্রধানগন।
                         

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu