জামাইয়ের পাতে ইলিশ মাছ ছাড়া যেন অপূর্ণ ষষ্ঠী - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
২৮ মে, ২০২০

তেলিয়ামুড়া প্রতিনিধি: আজ জামাই ষষ্ঠী, এই দিনটিতে শশুর বাড়িতে জামাই আদরের মাত্রাই থাকে একটু অন্যমাত্রায়। জামাইষষ্ঠী বলে কথা ,ভাল মন্দ খাবার দাবার হবেনা এ কি করে হয়।প্রতি বছর এই  দিনটিকে কেন্দ্র করে বাজারে মাছের যোগান থাকে পচুর পরিমাণে। বিশেষ করে মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ ছাড়া জামাই ষষ্ঠী যেন অপূর্ণ। 

কিন্তু লক ডাউনের কারনে বাজার কিন্তু আর বিগত বছরগুলোর মত হলনা। ব্যাগ হাতে নিয়ে  বাজারে গেলেও মেলেনি ইলিশ মাছ। তেলিয়ামুড়া মাছ বাজারের সকালের চিত্র কিন্তু ঠিক এরকমই। ক্রেতা থাকলেও দোকানিরা  তাদের হাতে ইলিশ তুলে দিতে পারেনি। বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাযায়, এ বছর লক ডাউনের কারনে মাছের  যোগান  প্রায় নেই বললেই চলে। যা কিছু রয়েছে তাও আবার চড়া দামে বিক্রি হচ্ছে।এদিকে ক্রেতাদের এক প্রকার নিরাস হয়েই  বাজার থেকে বাড়ি ফিরতে দেখা গেল ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu