বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই এই বৃদ্ধি, কেভিআইসি এর চেয়ারম্যান


সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিবেদন, ১৩মে : খাদি, শব্দটির সঙ্গে যেন জড়িয়ে আছে ভারত আত্মার এক গভীর সম্পর্ক। সেই পরাধীনতার কালখন্ডে মহাত্মা গান্ধীর স্বদেশী ও বয়কট আন্দোলন থেকে শুরু করে আজকের দিনে যখনি বিদেশী পণ্য বর্জনের কথা আসে তখনি চলে আসে খাদি শিল্পের নাম। এই দেশের আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে আছে খাদি শিল্প I 
খাদি শিল্পকে নিয়ে দেশে রাজনীতি হলেও বিগত সরকার গুলি এই শিল্পের উন্নয়নে কতখানি সচেষ্ট ছিল, তা এই শিল্পের বিগত কয়েক বছরের গ্রোথ রেট দেখে অনুমান করা যায়। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই এই শিল্পের উন্নয়নের প্রতি বেশ গুরুত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেশ কয়েকবার উনার মনকি বাতেও এই শিল্পের গুরুত্ব তুলে ধরেছেন।

কেন্দ্রীয় খাদি ও গ্রাম উন্নয়ন দপ্তেরের এক পরিসংখ্যান অনুসারে ২০১৫-১৬ সালে খাদি উৎপাদন ১,০৬৬ কোটি ছিল যা ২০১৯-২০ সালে বৃদ্ধি পেয়ে ২,২৯২.৪৪ কোটি দাঁড়িয়েছে। কেভিআইসি এর চেয়ারম্যান দেওয়া তথ্য অনুসারে ২০১৯-২০ বর্ষে গ্রামীন শিল্প উৎপাদন ৮৪,৬৭৫.৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০১৮-১৯ সালে ছিল ৭১,০৭৭ কোটি টাকা।



কেভিআইসি এর চেয়ারম্যান এক বিবৃতেতে জানিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই এই বৃদ্ধি পেয়েছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu