ধর্মনগর রাজবাড়ী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১২মে: ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ধর্মনগর মহকুমার রাজবাড়ী এলাকা । আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাজবাড়ী এলাকার হিতসাধিনী কো-অপারেটিভ এর সামনে  হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় এলাকাবাসী ‌। সঙ্গে সঙ্গেই স্থানীয় এলাকাবাসী খবর দেয় ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরে।  ছুটে আসে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা । আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩ টি দোকান । দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । জানা গেছে পুড়ে যাওয়া তিনটি দোকানের মধ্যে একটি দোকান ছিল নগেন্দ্র শব্দকরের ব্যান্ডপার্টির দোকান। বাকি দুটি ছিল দীলিপ রুদ্রপাল ও সাগর রুদ্রপাল নামে দুই ব্যক্তির। জানা গেছে দির্ঘদিন থেকেই দোকান গুলো বন্ধ অবস্থায় ছিল। দোকানে ছিল না কোন বিদ্যুত সংযোগ । এই লকডাউনের সময় সন্ধ্যায় রাস্তায় থাকে না তেমন লোক সমাগম । এর মধ্যে কি করে দোকান গুলোতে আগুন লাগলো তা নিয়েই চলছে নানান জল্পনা ।
এই লকডাউনের সময় ত্রিপুরার বিভিন্ন জায়গায় আগুন লাগতে দেখা গেছে এদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে আগরতালার ৭৯ টিলার ইলেক্ট্রিক ট্রান্সমিশনে এবং এতে ইলেকট্রিক কর্পোরেশনের প্রচুর ক্ষয় ক্ষতি হয়। এছাড়া বিভিন্ন মহকুমায় আগুন লাগতে দেখা গেছে। পর পর এই অগ্নিকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। 




ছবিঃ প্রতীকী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu