প্রশাসনিক নির্দেশ অমান্য করে ধর্মনগর বাজারে বসেছে সবজির ব্যবসা, বিক্ষুব্ধ অস্থায়ী ব্যবসায়ীরা


সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১৬মে: করোনা সংক্রমণ থেকে রেহাই পেতেই ধর্মনগরের মূল বাজারটিকে প্রশাসনের উদ্যোগে ডিএনবিদ্যামন্দির মাঠে অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হয়েছিল। কেননা সামাজিক দূরত্ব বজায় রাখতে খোলামেলা জায়গার প্রয়োজন। 


কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক সবজি ব্যবসায়ী সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে পুনরায় ধর্মনগর বাজারে বসে সবজি বিক্রি করে চলেছেন। ফলে আবারো বহু ক্রেতারা বাজারেই ভির জমাচ্ছেন। এই ভির ধর্মনগরে আবারো করোনা সংক্রমণের আতঙ্ক তৈরি করছে। 


অন্য দিকে ডিএনভি মাঠের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন । তারা ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে সরকারি নির্দেশকে মান্যতা দিতে ডিএনভি মাঠের মধ্যে ব্যবসা করছেন । কিন্তু কিছু ব্যবসায়ী মূল বাজারে বসে ব্যবসা করায় বহু ক্রেতারা ডিএনভি মাঠে আসছে না। এতে তাদের ব্যবসাতে ক্ষতি হচ্ছে। তারা চায় করোনার প্রভাব থেকে মানুষকে বাঁচাতে এবং তাদের ব্যবসার ক্ষতি মেটাতে প্রশাসন যেন অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করে মূল বাজারের সবজির ব্যবসা বন্ধ করতে উদ্যোগি হোক।




ছবিঃ স্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu