২২ মে, ২০২০
ধর্মনগর প্রতিনিধি: বর্তমানে লকডাউনের জেরে বিভিন্ন আন্তর্জাতিক পরিষেবা বন্ধ থাকলেও আন্তর্জাতিক পাচারকার্য চলছে প্রতিনিয়ত। তারই প্রমাণ মিলল বৃহস্পতিবার রাতে। ধর্মনগর মহকুমার বিষ্ণুপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল চন্দ্র দে-র বাড়ি থেকে ৫ টি গরু নিয়ে বাংলাদেশে পারি দিলো চোরের দল। যদিও চারটি গরুকে ভারত বাংলাদেশ সীমানার ফেন্সিং এর তাঁর কেটে পার করতে সক্ষম হলেও একটি গরুকে নিতে পারেনি। গরুটি বিএসএফ এর নজরে চলে এলে বিএসএফ গরুটিকে মালিকের কাছে ফিরিয়ে দেয় ।
তবে আরো জানা গেছে করোনা প্রভাব রুখতে দেশের চারিদিকের সীমান্তে কড়া নজর দাঁড়ির ব্যাবস্থা করলেও ধর্মনগর লাগুয়া এই বিষ্ণুপুর গ্রামে বিএসএফের নজরে ফাকি দিয়ে বাংলাদেশ থেকে চোরের দল অনবরত চুরির কারবার চালিয়ে যাচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তবেতো বাংলাদেশে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা থেকে ত্রিপুরাও রেহাই পাবে না।
তবে আরো জানা গেছে করোনা প্রভাব রুখতে দেশের চারিদিকের সীমান্তে কড়া নজর দাঁড়ির ব্যাবস্থা করলেও ধর্মনগর লাগুয়া এই বিষ্ণুপুর গ্রামে বিএসএফের নজরে ফাকি দিয়ে বাংলাদেশ থেকে চোরের দল অনবরত চুরির কারবার চালিয়ে যাচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তবেতো বাংলাদেশে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা থেকে ত্রিপুরাও রেহাই পাবে না।
0 মন্তব্য