ABVP এর পক্ষ থেকে দেশব্যাপী ছাত্রদের সাহায্যের জন্য চালু হল হেল্পলাইন




সবুজ ত্রিপুরানিজস্ব প্রতিনিধি, ৯ এপ্রিল বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাস নামক মহামারি রোধ করতে লকডাউন জারি করা হয়েছে। এই কঠিন পরিস্থতিতে বিভিন্ন স্থানে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যার মধ্যে খাদ্যসামগ্রীর অভাব বিশেষ লক্ষণীয়। 



সমাজের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সমগ্র দেশব্যাপী মানুষের সাথে সাহায্যার্থে যোগাযোগ বজায় রাখার উদ্দেশ্যে প্রচারিত করা হয় হেল্পলাইন নম্বর। 



বহিরাজ্যে পাঠরত বা কর্মরত আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা লকডাউনের কারণে এখনও ঘরে ফিরে আসতে পারেনি। ABVP এর পক্ষ থেকে জারি করা হেল্পলাইন নম্বরের মাধ্যমে ওইসব ছাত্রছাত্রীগণ ABVP কার্যকর্তাদের সাথে যোগাযোগ করলে,  বিদ্যার্থী পরিষদ উক্ত শহরের কার্যকর্তাদের সাথে যোগাযোগ এর মাধ্যমে  তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন খাদ্য সামগ্রী ইত্যাদি বিতরণের মাধ্যমে। এই তথ্য জানিয়েছেন উত্তর ও ঊনকোটি জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘটন মন্ত্রী শ্রীপ্লাবন দাস।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu