পানিসাগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নগর শাখার অস্থায়ী ত্রাণ সেবা কেন্দ্র স্থাপন



সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১০ এপ্রিল : করোনা ভাইরাসের কারণে ভয়াবহ পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় উদ্যোগ নিল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পানিসাগর নগর শাখা।


         আজ ১০ এপ্রিল শুক্রবার থেকে অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করতে অস্থায়ী সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে পানিসাগর রেগুলেটেড মার্কেট এর পাশে।      
                   

       পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর দিনগুলিতে বেঁচে থাকার লড়াইয়ে দরিদ্র থেকে দরিদ্রতম লোকদের সাহায্যে সর্বদা হাত বাড়িয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পানিসাগর  নগর শাখা।



      এলাকার সকল স্তরের সচ্ছল,  বিত্তশালী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই মহামারীর দুর্দিনে হতদরিদ্র মানুষের পাশে থেকে ক্ষুধার্তদের প্রাণ রক্ষা করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সেবা কেন্দ্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।  জানা গেছে যে, সেবা কেন্দ্র টি প্রতিদিন সকাল ০৯ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত খোলা রাখা থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu