৬৫ বছর বয়সের মহিলার আত্মহত্যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
সবুজ ত্রিপুরা, খোয়াই প্রতিনিধি, ৩০ এপ্রিল : নিজ বাড়ীর বারান্দায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করলেন ৬৫ বছরের এক বৃদ্ধ মহিলা। উনার নাম অঞ্জনা আচার্জী। ঘটনা খোয়াই থানাধীন ১২ বিল এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় সকালে মহিলার ছেলে অমলেশ আচার্জী বাড়ীর পুরনো স্টিল আলমারি রং করানোর জন্য বাজারে নিয়ে যান। সেই সময় বাড়িতে কেউ ছিল না। আর এই সুযোগে অঞ্জনা আচার্জী নিজ ঘরের বারান্দায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। অমলেশ আচার্জী বাজার থেকে বাড়ী ফিরে দেখেন ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন তার মা। আত্মহত্যার কারণ এখন অব্দি জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ১২ বিল এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই