সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ২৮ এপ্রিল : একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের সম্পাদক অর্নব গোস্বামীর বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা দায়ের করলো উত্তর জেলা যুব কংগ্রেস। উত্তর জেলা যুব কংগ্রেসের তরফ থেকে মামলাটি করেছেন জেলা যুব কংগ্রেসের সভাপতি নিরুপম দে।
প্রসঙ্গত মহারাষ্ট্রে দুই সাধু সহ তিন জনের মৃত্যুর বিষয়ে অর্নব গোস্বামী তাঁর চ্যানেলের একটি টকশোতে জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বলে কংগ্রেসের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে গোটা দেশের বিভিন্ন স্থানে কংগ্রেসের তরফ থেকেই অর্নব গোস্বামীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সেই মোতাবেক উত্তর জেলা যুব কংগ্রেসের তরফ থেকে ধর্মনগর থানায় গিয়ে অর্নব গোস্বামীর বিরুদ্ধে মামলা করলেন যুব কংগ্রেসের সভাপতি নিরুপম দে। সঙ্গে ছিলেন যুব কংগ্রেসের সক্রিয় সদস্য তথা আইনজীবী রুপম পাল।
ছবিঃ স্বরূপ ঘোষ
0 মন্তব্যসমূহ