পানিসাগরে জাতীয় সড়কের উপর বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ ; গুরুতর আহত বাইকচালক




সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১২ এপ্রিল : আজ দুপুর ০২:০০ টা নাগাদ উত্তর জেলার পানিসাগর থানাদিন আসাম-আগরতলা জাতীয় সড়কের অগ্নিপাশা এলাকায় ঘটে এক যান দূর্ঘটনা।


            ঘটনার বিবরণে প্রকাশ, ঊনকোটি জেলার ফটিকরায়ের চেবরি চৌমুহনির বাসিন্দা দিবাকর দেব, পিতা - দীপঙ্কর দেব, টিআর-০২-ডি-৮০৮৩ নম্বরের বাইকে চেপে উত্তর জেলার ধর্মনগর থেকে নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল। পথে পানিসাগর থানাধীন অগ্নিপাশা এলাকায় পৌছলে উল্টো দিক থেকে বেপরোয়াভাবে ছুটে আসা একটি মারুতি ওয়েগনার গাড়ি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। 

          ঘটনাস্থলেই ছিটকে পড়ে  বাইক আরোহী। দূর্ঘটনার শব্দ পেয়ে এলাকাবাসীরা সেখানে ছুটে আসে এবং তরিঘড়ি পানিসাগর অগ্নিনির্বাপক কেন্দ্রে খবর পাঠায়। দমকলকর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বাইকচালককে পানিসাগর হাসপাতালে নিয়ে যায়।

           এদিকে সুযোগ বুঝে সকলের অলক্ষ্যে গাড়িচালক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে যে, আহত বাইকচালক ধর্মনগরের সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেডে চাকরি করে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu