স্বধর্মে ফিরে এলো এক দম্পতি সহ তিন নাবালক শিশু



কিশোর রঞ্জন হোড় চুরাইবাড়ি প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি:--একযুগ পর স্বধর্মে ফিরে এলো এক দম্পতি সহ তিন নাবালক শিশু ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লকাধীন চুরাইবারি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ থেকে দশ বছর পূর্বে মুসলিম ধর্মীয় এক মেয়েকে বিবাহ করে নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম  হয়েছিল চুরাইবারি গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের বাসিন্দা মৃণাল কান্তি চৌধুরী(৪৬) নামে এক যুবক তখন মেয়ের পরিবারের চাপে পড়ে নিজে ইকবাল হোসেন নামে পরিচিতি লাভ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছিল উক্ত যুবকটিদশ বছরের দীর্ঘ নির্যাতনের জীবন থেকে ফিরে  আজ আবারো যঞ্জানুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দু ধর্মে ফিরে এসে সে স্বস্তি বোধ করছে


অপরদিকে, দীর্ঘ এই দশ বছরের বিবাহিত জীবনে তার দুই পুত্র সহ এক কন্যা সন্তান জন্ম হয়েছে। বিবাহের পর থেকেই সে নিজে গৃহহীন হয়ে শ্বশুরবাড়ির দ্বারস্থ হয়। আর তারপর থেকেই তার উপর মানসিক নির্যাতন শুরু হয়। ভেঙ্গে পড়ে তার কর্মময় জীবন। তখন সে বৃহৎ একটি পাথর কোয়ারির মালিক ছিল। কিন্তু তারপর থেকে সে তার সর্বস্ব টাকা-পয়সা বিনষ্ট করে নিঃস্ব হয়ে পড়ে। দীর্ঘদিন থেকে সে স্বধর্মে ফিরে আসতে বিভিন্ন সাধু পণ্ডিতদের শরণাপন্ন হয়েছে। অবশেষে আজ বিশ্বহিন্দু পরিষদের সহযোগিতায় ভারত সেবাশ্রমের হাত ধরে পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসে।সে নিজে মৃণাল কান্তি চৌধুরী এবং তার মুসলিম স্ত্রী (বর্তমান নাম মৃণালিনী চৌধুরী) এবং দুই পুত্র এক কন্যাকে নিয়ে বিশাল যঞ্জের মাধ্যমে হিন্দু ধর্মে ফিরে আসে। যজ্ঞের পর সে তার নিজের হাতে তার স্ত্রীকে শাঁখা সিঁদুর পরিয়ে দেয়। তাদের এই হিন্দু ধর্মে নিয়ে আসা এবং সম্পূর্ণ যঙ্গ পূজার্চনা সম্পন্ন করেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর মঠের সেবক স্বামী স্ত্রী প্রেমদানন্দ মহারাজজী। তাছাড়াও উপস্থিত ছিলেন বজরং দলের বিস্তারক অনির্বাণ সোম এবং বিশ্ব হিন্দু পরিষদের স্বকৃয় কর্মীগণ





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu