লকডাউন : উত্তর জেলায় চলছে পুলিশের কড়া নিরাপত্তা ও কঠোর শাসন


সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ২৬ মার্চ: প্রধানমন্ত্রীর আবেদনকে উপেক্ষা করে রাস্তায় যারা বেরিয়েছিল তাদেরকে কঠোর হস্তে দমন করল উত্তর জেলার কদমতলা ও চুড়াইবাড়ি থানার পুলিশ। লকডাউনের দিনে যত্রতত্র আড্ডা, দোকানপাট খুলে বসা, ঘর ছেড়ে বের হওয়ার ফল ভোগ করতে হলো অনেককেই। 


কদমতলা ব্লক এলাকায় সতর্ক পুলিশ। চুড়াইবাড়ি ও কদমতলা থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। বলতে গেলে ২১ দিনের লগআউটের প্রথম দিনে মারমুখী ভঙ্গিমায় পুলিশ। ঘর ছেড়ে না বের হওয়ার আবেদন। ঘর ছেড়ে বের হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যার ফল স্বরূপ খেতে পারেন পুলিশের লাঠিচার্জ।

লকডাউনে কড়া পুলিশি পাহারায় ঘেরা উত্তর জেলা। ছবি : কিশোর রঞ্জন হোর। 
অপরদিকে রাজ্যের বিকল্প ২০৮ নং কুকিতল সাব্রুম ও কুকিতল তারকপুর সড়কটি সম্পূর্ণরূপে সিল করে দিয়েছে কদমতলা থানার পুলিশ। সিল করে দেওয়া হয়েছে চুড়াইবাড়ি থানাধীন ত্রিপুরা অসাম সংযোগী ছোট রাস্তা গুলি। একমাত্র ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে পন্যবাহী লড়ি রাজ্যে প্রবেশ হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu