সিপেঞ্জুরী ১৬৬ নং বিএসএফ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে স্বাস্থ্য শিবির


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ০৮ মার্চ :-  পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার অসম-ত্রিপুরা সীমান্তের সিপেঞ্জুরী ১৬৬নং বিএসএফ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজিত হয় এক স্বাস্থ্য শিবির। হেডকোয়ার্টারের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন সিপেঞ্জুরী ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের কমান্ড্যান্ট শ্রী এস. আর. বেরুয়া সহ হেডকোয়ার্টারের সকল বিএসএফ আধিকারিক ও জওয়ানরা। পাশাপাশি সিপেঞ্জুরী চা বাগানের ম্যানেজার ও এলাকার বিশিষ্ট সমাজসেবী জয় কানুও এতে উপস্থিত ছিলেন।
আজকের স্বাস্থ্য শিবিরে প্রায় ৩০০ শতাধিক স্থানীয় জনগণ বিনামূল্যে চিকিৎসা করান। বিএসএফ জওয়ানদের অভিজ্ঞ চিকিৎসক ও স্থানীয় হাসপাতালের চিকিৎসক দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। শিবিরে অসম-ত্রিপুরা উভয় সীমান্তের জনগণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। পরিশেষে উপস্থিত অতিথি ও সাধারণ জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় সিপেঞ্জুরী ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের হেডকোয়ার্টারের পক্ষ থেকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu