পানিসাগরে ত্রিপুরা পুর্নরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান


সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ২২ জানুয়ারী : উত্তর জেলার পানিসাগর মহকুমা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগ গতকাল সকাল ১১:৩০ টা নাগাদ পানিসাগর টাউন হলে ত্রিপুরা পুর্নরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান পালন করা হয়।



এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সঞ্জয় দাস। অনুষ্ঠানে উদ্বোধকরূপে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অভিজিৎ দাস, মহকুমার মহকুমাশাসক শ্রীমতি লালনুননেইমী ডার্লং, পানিসাগর নগর পঞ্চায়েতের সভাপতি শ্রীমতী পাপিয়া দাস প্রমুখ। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী দিলীপ কুমার দাস। 

পুর্নরাজ্য দিবস পালনের শুভারম্ভ করছেন অতিথিরা। ছবি : রমাকান্ত দেবনাথ।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত অতিথিরা তাদের নিজ নিজ বক্তৃতায় এদিনের গুরুত্বকে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে হলে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে  ত্রিপুরার বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu