৮ দফা দাবিতে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের ডেপুটেশন




সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ২১ জানুয়ারী : ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএমএস পরিচালিত ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের জেলা কমিটির উদ্যোগে খোয়াই জেলা পরিবহন কর্মকর্তা শ্রী রাকেশ দেববর্মার নিকট এক ডেপুটেশনে গতকাল দুপুর ০১:০০ টা নাগাদ মিলিত হন। এই দেপুটেশনের নেতৃত্ব দেন ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের খোয়াই জেলা কমিটির সভাপতি শ্রী বিপ্লব দেব এবং সংঘের সাধারণ সম্পাদক শ্রী অসীম মুখার্জী।


        প্রথমে সংঘের নেতৃবৃন্দ ও সদস্যরা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে এক বিশাল মিছিল সংঘটিত করে সারা শহর পরিক্রমা করে। এরপর খোয়াই জেলা পরিবহন কর্মকর্তার কার্য্যালয়ের সম্মুখে গিয়ে এই মিছিলটি শেষ হয়। সেখানে সংঘের ৭ জনের এক প্রতিনিধি দল পরিবহন কর্মকর্তার হাতে ডেপুটেশনের প্রতিলিপিটি তুলে দেন। উল্লেখ্য, এই ডেপুটেশনের দাবীগুলোর মধ্যে ফিটনেস ফাইন মকুব, পেশাদার কর বা প্রফেশনাল ট্যাক্স ৫০০ টাকার মধ্যে বহাল রাখা, সিএনজি-এর মূল্যবৃদ্ধি প্রত্যাহার ইত্যাদি দাবিগুলো রয়েছে। খোয়াই জেলা পরিবহন কর্মকর্তা এই ডেপুটেশন গ্রহণ করেন এবং আশ্বাস দেন যে, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তাদের দাবিগুলো নিয়ে যাবেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu