১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে জন সম্পর্ক অভিযান



সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১৩ নভেম্বর: গতকাল দুপর ২.০০ ঘটিকায় উত্তর জেলার পানিসাগরের টাউনহলে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে জারিজন সম্পর্ক অভিযান
      উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সংগঠনের পানিসাগর বিভাগের শ্রী অভিনয় দে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি শ্রী প্রদীপ বণিক, সংঘটনের রাজ্য কমিটির সম্পাদক শ্রী অরবিন্দ শর্মা, সংগঠনের সক্রিয় সদস্য শ্রী গৌরা দাস সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এই জনসম্পর্ক অভিযান আগামী দুই মাসব্যাপী সারা রাজ্য জুড়ে চলবে।


পানিসাগরে জন সম্পর্ক অভিযান উপলক্ষ্যে র‍্যালী। ছবি : রমাকান্ত দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতেই এক সাংগঠনিক আলোচনা সভা আয়োজিত হয়। এরপর একটি র‍্যালির মাধ্যমে পানিসাগর বাজার পরিক্রমা করে শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে ত্রিপুরা রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় সরকারের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস-এর স্বচ্ছ ভাবমূর্তি এবং সরকারের উন্নয়নমূখী জনকল্যাণকারী কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu