রাজ্যে প্রবেশের পথে আবার ধরা পড়ল নেশাজাতীয় এস্কাফ কফ্‌ সিরাপ, ধৃত ১


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ২৭ জুন :  আবারো রাজ্যে প্রবেশের পথে অসম পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ নেশাজাতীয় এস্কাফ্‌ কফ সিরাপ। সাথে আটক হল এই সিরাপ নিয়ে যাতায়াতকারী নাইট সুপার ও তার চালক

ঘটনা বিবরণে প্রকাশ, এক গোপন খবরের সূত্রের ভিত্তিতে আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবারি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীল বিশাল পুলিশবাহিনী নিয়ে আসাম ত্রিপুরা সীমান্তে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর তল্লাশি শুরু করেন তল্লাশি চলাকালীন সময় এএস০১এইচসি/৯৯০৯ নম্বরের একটি শেরাওয়ালি ট্রেভেলসের নাইট সুপার থেকে সন্দেহজনক ৬ টি বস্তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় এস্কাফ্‌ ফ্‌ সিরাপ উদ্ধার করা হয়। ৬ টি বস্তায় মোট ১৬০০ বোতল এই কফ্‌ সিরাপ মজুদ ছিল। এই বিপুল পরিমা নেশাদ্রব্যের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা সাথে সাথেই আসাম চুড়াইবারি ওয়াচ পোস্টের পুলিশ নাইট সুপারটিকে এবং তার চালককে আটক করে চালকের নাম অমিনাক্ষ  আইচ (৪২) পিতা-মৃত টিপু আইচ, বাড়ি আগরতলার এডি নগর
বর্তমানে এই বিপুল পরিমাণ কফ্‌ সিরাপ, নাইট সুপার ও সুপারের চালক অসমের বাজারিছড়া থানার হেফাজতে রয়েছে এদিকে আসামের চুরাইবারি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, উনার কাছে আসা একটি গোপন খবরের ভিত্তিতেই উনারা জাতীয় সড়কে উপর তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণ নেশাজাতীয় কফ্‌ সিরাপ জব্দ করেন সাথে নাইট সুপার ও সুপারের চালককেও আটক করেছেন। ইনচার্জ মিন্টু শীল আরো জানান, নাইট সুপারের ডিকিতে থাকা ৬ টি বস্তাতে ওই বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ্‌ সিরাপগুলি আগরতলার এস কে এন্টারপ্রাইজ নামক একটি কুরিয়ারের ছিল ওই মালেরও একটি বিল রয়েছে যে বিলে উল্লেখ রয়েছে ম্যাংগো ফ্রুটি, ম্যাংগো ফ্রেশ ও পালপি ফ্রেশ লেমন নামে, কিন্তু বাস্তবে মিলল নেশাজাতীয় এসকাপ কফ সিরাপ ইনচার্জ আরো জানান উনারা একটি মামলা হাতে নিয়ে ঘটনাটি তদন্ত শুরু করে দিয়েছেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন বাজারিছড়া থানার ওসি বি এল মলসন থিকঅপরদিকে নাইট সুপারের চালক অমিনাক্ষ আইচ জানায় যে, সে মালগুলি গৌহাটির লখরা এলাকা থেকে আগরতলার চন্দ্রপুর নিয়ে আসছিল আর সে জানতো ওই ৬ টি বস্তাতে কুরিয়ারের ম্যাংগো ফ্রুটি জাতীয় কোলড্রিংস রয়েছে চালক আরো জানায়, প্রতিটি বস্তাতে ৩০০ টাকা ভাড়া অর্থাৎ ১৮০০ টাকা ভাড়ার বিনিময়ে সে মালগুলি নিয়ে আসছিল
 আগামীকাল ধৃত চালককে করিমগঞ্জ জেলা আদালতে প্রেরণ করবে বাজারিছড়া থানার পুলিশ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu