নিউইয়র্কে ভারতীয় চলচিত্র উৎসবে 'ডটার্স অব দ্য পোলো গড' পেল 'সেরা সংক্ষিপ্ত তথ্যচিত্র' পুরস্কার

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম ১৭ মে : সম্প্রতি নিউইয়র্কে ৭-১২ মে পর্যন্ত অনুষ্ঠিত ১৯তম মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উত্সব ২০১৯-এ আসামের চলচ্চিত্র নির্মাতা রূপা বড়ুয়া এর ডকুমেন্টারি 'ডটার্স অব দ্য পোলো গড' লাভ করেছে 'সেরা সংক্ষিপ্ত তথ্যচিত্র' পুরস্কারআমেরিকা বসবাসকারী মানুষদের কাছে ভারতীয় জীবনকে তুলে ধরার প্রয়াসে ইন্দো-আমেরিকান আর্টস কাউন্সিল পরিবেশিত এই চলচিত্র উৎসব ভারতের তথ্যচিত্র এবং  ছোট্ট চলচ্চিত্রগুলি প্রদর্শিত করে। 'ডটার্স অব দ্য পোলো গড' তথ্যচিত্রটি মণিপুরের মহিলা পোলো খেলোয়াড়দের এবং বিপন্ন পনি বা ছোটো ঘোড়াদের পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করে একটি পুরুষপ্রধান এই খেলায় ণিপুরি মহিলারা কিভাবে এগিয়ে আসে এবং ছোটো ঘোড়াদের সাথে তাদের অনন্য সম্পর্ক বিকাশ করে পোলো টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাদের স্তরের সর্বোত্তম চেষ্টা করে
 এছাড়াও ইকুয়েস ফিল্ম ফেস্টিভাল নিউ ইয়র্ক ২০১৮-এ 'ডটার্স অব দ্য পোলো গড' তথ্যচিত্রটি 'সেরা সংক্ষিপ্ত তথ্যচিত্র' পুরস্কার এবং ২০১৯ সালের জানুয়ারীতে রাজস্থানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'নারী ক্ষমতায়নের শ্রেষ্ঠ আঞ্চলিক চলচ্চিত্র' পুরস্কার লাভ করেছে
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu