ভারতের রাজনীতি দ্বিধাবিভক্ত


সবুজ ত্রিপুরা, ০৮ মে : এবারের লোকসভা নির্বাচনে যে বিষয়টি জনসাধারণের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তা হল রাস্ট্রবাদ বনাম জাতীয়তাবাদ। ভারতের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে দ্বিধাবভক্ত। নির্বাচনী ময়দানে যে যার মতো করে রাজনৈতিক হুঙ্কার ছাড়ছেন। জনসাধারণও দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে।

সাত দফায় নির্বাচন শেষ হবে আগামী ১৯শে মে ২০১৯। ২৩ তারিখে হবে ফলাফল ঘোষণা। তারপরই জানা যাবে দেশ কোন্‌ দিকে ঝুঁকছে। এঁর পূর্ব পর্যন্ত চলছে যার যার মতো করে অঙ্ক কষার পালা। টানটান উত্তেজনা। চুলচেরা বিশ্লেষণ। পাঁচ দফা শেষ হয়ে গেছে। আর বাকি মাত্র দু’দফা। তারপরই জনতার রায় বাক্সবন্দী হয়ে যাবে ২৩শে মে-এর জন্য। এ পর্যন্ত শুধু অপেক্ষা আর অপেক্ষা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu