সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম,
১৬ এপ্রিল : ভারতের নির্বাচন
কমিশন মঙ্গলবার
ত্রিপুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণবশতঃ পূর্ব সংসদীয়
নির্বাচনের
তারিখ ১৮ই এপ্রিল থেকে ২৩শে এপ্রিল
পর্যন্ত ভোট প্রদান স্থগিত করেছে।
বিশেষ পুলিশ পর্যবেক্ষকদের পেশকৃত প্রতিবেদন সমীক্ষার পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয় যে, নির্বাচনী এলাকায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে পরিস্থিতি উপযুক্ত
নয়।
রিটার্নিং অফিসার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ
করেছিলেন।
ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা শ্রীরাম তরণীকান্তি মঙ্গলবার
রাতে পূর্ব সংসদীয় নির্বাচনের বিলম্বের দুটি কারণ দিয়েছেন। প্রথমতঃ, সুরক্ষা ব্যবস্থার বিস্তৃতি এবং পর্যবেক্ষণের বৃদ্ধি এবং দ্বিতীয়তঃ ভোটেগ্রহণের নতুন তারিখ নির্দিষ্ট হওয়া পর্যন্ত আগামী ৫ দিনের মধ্যে আত্মবিশ্বাসের উন্নতির ব্যবস্থা সম্পন্ন করা।
বিরোধী দলীয় কংগ্রেস ও
সিপিআই(এম) উভয়ই নিয়মিতভাবে অন্তর্বর্তীকালীন কমিশনের নিকট অভিযোগ দায়ের করে পূর্ব ত্রিপুরা আসনে পাঁচ দিনের জন্য নির্বাচন স্থগিতকরণের জন্য।
0 মন্তব্যসমূহ