সারা দেশে অসামরিক/প্রতিরক্ষা ক্ষেত্রের আওতায় কেন্দ্রীয় মন্ত্রীসভার ৫০টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে অনুমতি প্রদান



সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৮ মার্চ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুষ্ঠিত বৈঠকে সারা দেশে অসামরিক/প্রতিরক্ষা ক্ষেত্রের আওতায় কেন্দ্রীয় মন্ত্রীসভার ৫০টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে অনুমতি মিলেছে। প্রস্তাবিত এই বিদ্যালয়গুলোতে পঠন-পাঠন প্রক্রিয়া পুরোদমে শুরু হলে প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী গুণগত মানের শিক্ষাব্যবস্থার সুযোগ পাবে।



          উল্লেখ্য যে, প্রস্তাবিত এই ৫০টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে দুটি পশ্চিমবঙ্গে গড়ে উঠবে। এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি সিআরপিএফ গ্রুপ সেন্টারে, একটি উত্তর সীমান্ত রেলের কাটিহার শাখার নিউ জলপাইগুড়িতে এবং একটি ত্রিপুরার সিপাহীজলাতে গড়ে উঠবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu