কুমারঘাটে টেন্ডার ড্রপে মাফিয়া তাণ্ডব, দুই ঠিকাদারকে মারধোর ও ছিনতাই।


সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ১৩ই ফেব্রুয়ারী : উনকোটি জেলার কুমারঘাটে টেন্ডার জমা দিতে গিয়ে দুই ঠিকাদার বাধার সম্মুখীন হওন, এমনকি তাদের প্রাণে মারধোরও করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে, গত ২রা ফেব্রুয়ারী ত্রিপুরা উপজাতি পুনর্বাসন কুমারঘাট বিভাগ থেকে সোলার সাবমার্জেলের টেন্ডার বের হয়। মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারী দুপুর ৩:০০ মিনিট পর্যন্ত ছিল টেন্ডার জমা করার শেষ দিন। দুপুর ২:৩০ মিনিট নাগাদ দুইজন ঠিকাদার নয়াপাড়া, ধর্মনগরের হীরকজ্যোতি নাথ ও তাঁর সহকর্মী দেবব্রত নাথ অফিসে গেলে সেখানে একদল মাফিয়া তাঁদের উপর চড়াও হয়। দুÕজনকে অফিসের পেছনে ধরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধোর করা হয় ও তাদের নথিপত্র ছিনিয়ে নেয়। এই আক্রমণের দরুন তাঁরা দুÕজনই সেখান থেকে পালিয়ে গিয়ে কুমারঘাট থানায় মামলা দায়ের করার চেষ্টা করে। কিন্তু মাফিয়া দলটি তাতেও পিছু নেয় এবং তাদেরকে মামলা রুজু করতে বাধা দেয়। শেষপর্যন্ত তাঁরা পেচারথল থানায় গিয়ে মামলা দায়ের করেন। গতকাল সকালবেলা হীরকজ্যোতি নাথ ও দেবব্রত নাথ সাংবাদিকদের ডেকে ঘটনাটি বিস্তারিতভাবে জানান। সেখানে হীরকজ্যোতি নাথ এই প্রকার মাফিয়া তাণ্ডবের কারণে আগামী দিনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ছবি: দেবমাল্য কাশ্যপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu