আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচী।


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ফেব্রুয়ারী : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতাশী বি জে পি সরকারকে উৎখাত করতে লড়াইয়ের ময়দানে নেমে জোর প্রচার চালাচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস দলরাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই পাল্লা ভারী হয়ে ক্রমান্নয়ে শক্তিশালী হয়ে উঠছে কংগ্রেসদলের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই চলছে প্রচার কর্মসূচী দলীয় কার্যকর্তাদের নিয়ে­­­ বৈঠক। এই উত্থানে চিন্তার ভাঁজ পড়ছে রাজ্য এবং কেন্দ্রে বর্তমান শাসক দলীয়দের কপালে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচী এবং ২৫ ফেব্রুয়ারির রাজ ভবন অভিযানের অঙ্গ হিসেবে উত্তর জেলার ৫৫ নং বাগবাসা বিধানসভার ব্লক কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যকর্তাদের নিয়ে শনিছড়া কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়২৫ ফেব্রুয়ারী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে কৃষি ঋণ মুকুবের দাবিতে রাজভবন অভিযান হবে, তারই উদ্যোগে বিধানসভা কেন্দ্রের কার্যকতাদের নিয়ে সভায় মিলিত হন বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি শ্রী হীরালাল নাথ মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সহ-সভাপতি শ্রী প্রদীপ সিংহ, সাধারণ সম্পাদক শ্রী শশাঙ্ক নাথ, ব্লক কংগ্রেসের মহিলা সভানেত্রী শ্রীমতী মিনা রানী নাথ, সেবা দলের সভাপতি শ্রী গুণধর সিংহ প্রমুখ। 

দলীয় সভার শুরুতেই কাশ্মীরের জঙ্গিদের হাতে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করে  ৫৫ নং বাগবাসা ব্লক কংগ্রেস। এরপর নিজের ভাষণে শ্রী হীরালাল নাথ জানান,  আগামী ২৫ ফেব্রুয়ারী কৃষকদের কৃষি ঋণ মুকুবের প্রতিবাদে এবং ভাতা পুনরায় চালু ও ২ কোটি বেকারদের কর্মসংস্থানের দাবিতেই  ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে রাজভবন অভিযানই আজকের এই সভামূল বিষয়বস্তুউনি বলেন
মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস দলের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের কৃষি ঋণ মুকুব করা হয়েছে কিন্তু অন্য কোন রাজ্যে তা পরিলক্ষিতপাশাপাশি জি এস টি, নোট বন্দির ইত্যাদির প্রভাবেও সাধার জনগ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেনউনি আরো জানান আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫৫ নং বাগবাসা ব্লক কংগ্রেস বাড়ি বাড়ির প্রচার, উঠান সভা, বাজার সভা জারি রেখেছেতাই আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দল ভালো ফল কুড়াতে পারবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu