ধর্মনগর রটারী ক্লাবের সুস্বাস্থ্যের জন্য বিশেষ উদ্যোগ।



সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ৯ ফেব্রুয়ারী : গত ৯ই ফেব্রুয়ারী ধর্মনগর রটারী ক্লাবের উদ্যোগে নয়াপাড়া দ্বাদশমান বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের লক্ষ্যে তাদের হাত ধোয়ার জন্য এক উন্নতমানের ব্যবস্থা করে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে হাত ধুতে পারে তার জন্য জলের ট্যাঙ্কের পাশে সাবান এবং বৃষ্টির দিনেও যাতে হাত ধুতে সমস্যা না হয়, তার জন্য ক্লাবের পক্ষ থেকে টিনের ছাউনির ব্যবস্থা করে দেওয়া হয়। এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন, বিদ্যালয় উপ-অধিকর্তা সুব্রত পাল। উপস্থিত ছিলেন ডঃ দিলীপ দাস, ডঃ মলয়কান্তি রায়, প্রসেনজিৎ চক্রবর্তী, সজল চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভার মাধ্যমে ছাত্রছাত্রীদের হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে বোঝানো হয় এবং সবাইকে এর জন্য উদ্বুদ্ধ করা হয়। মোট ৮০ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পটি রটারী ক্লাব বাস্তবায়িত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu